আফগানিস্তানের কাবুলে শিয়া ধর্র্মাবলম্বীদের একটি প্রার্থনাস্থলের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরও ১৮ জন মারা গেছেন।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, গতকাল শুক্রবার (০৬ আগস্ট) কাবুলে ওই বোমা হামলার ঘটনা ঘটে। ইসলামিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই ঘটনার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় নারী ও শিশুসহ শিয়া ধর্মাবলম্বীরা বার্ষিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে ব্যস্ত ছিলেন। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির ক্ষমতাসীন দল তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। সবজির গাড়িতে রাখা বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটনা ঘটে বলেও জানান তিনি।
পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, একটি জনবহুল স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, অধিকাংশ আহতের শারীরিক অবস্থাই গুরুতর।