লোহিত সাগরে কেবল কাটার জেরে ইন্টারনেট বিভ্রাট, যা বলছে মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৩

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় সমুদ্র তলদেশে একাধিক কেবল কাটা পড়ার পর ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। তবে রোববার এ সংক্রান্ত বিবৃতিতে কেবল কেটে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটে প্রকাশিত এক স্ট্যাটাস আপডেটে মাইক্রোসফট জানায়, লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় ফাইবার কেবল কেটে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া নেটওয়ার্ক ট্রাফিকের বিলম্ব হতে পারে।
বিশ্বব্যাপী সফটওয়্যার জায়ান্টটি আরো জানিয়েছে, এ ঘটনায় তাদের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবায় প্রভাব পড়েছে, অ্যামাজনের পর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফরম। তবে সাধারণ নেটওয়ার্ক ট্রাফিকে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কোম্পানিটি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যে নেটওয়ার্ক ট্রাফিক মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যায় না, সেটি প্রভাবিত হয়নি। পরিস্থিতি পরিবর্তন হলে অথবা প্রতিদিন আমরা আপডেট দিতে থাকব।’
মাইক্রোসফট জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এই বিভ্রাট শুরু হয়।
এদিকে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগের ‘অবনতি’ হয়েছে, যার ফলে ‘গতি কমে গেছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে’।
সৌদি আরবের জেদ্দার কাছে এসএমডব্লিউ৪ ও আইএমইডব্লিউ কেবল সিস্টেমে ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিও রবিবার সকালে নেটব্লকসের উদ্ধৃতি দিয়ে কেবল কাটার বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া পাকিস্তানের অন্যতম বৃহৎ টেলিকম সেবা প্রদানকারী পাকিস্তান টেলিকমিউনিকেশনস এক্সে এক বিবৃতিতে গ্রাহকদের সতর্ক করেছে, দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা পিক আওয়ারে কিছু অবনতি অনুভব করতে পারে। তাদের আন্তর্জাতিক অংশীদাররা সমস্যার সমাধানে কাজ করছে।

তথ্যসূত্র: আল-জাজিরা