শেষ কয়েক বছরে ভারত-পাকিস্তান ম্যাচ যেন ‘যত গর্জে, তত বর্ষে না’। ম্যাচের আগে বিস্তর আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই– ভারতের জয়। সেটাও আবার যেন তেন জয় নয়, ভূমিধস জয়। এবারও পরিস্থিতিটা বদলাল না। ম্যাচের আগে এত্তোএতো আলোচনার ঝড় শেষে ফল ভারতেরই জয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচের মতো এবারও পাত্তা পেল না। ব্যাট হাতে কষ্টেসৃষ্টে তুলতে পারল ১২৭ রান, এরপর কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না গড়ে হারল ২৫ বল হাতে রেখে, ৭ উইকেটের ব্যবধানে।
এবার হিসেবটা ভিন্ন হতে পারে, এমনটাই মনে করা হচ্ছিল। কারণ পরিস্থিতিটা ছিল ভিন্ন। মাসদুয়েক আগে পেহেলগাম আক্রমণ, এরপর ভারতের ‘অপারেশন সিঁদুর’, তার জবাবে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ এর পর এটাই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। বিষয়টা থেকে অনুপ্রেরণা নিতে পারত পাকিস্তান।
সেসব যদি একপাশেও রাখা হয়, তারপরও পাকিস্তানের অবস্থাও তো বেশ ভালো ছিল। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয়, তার চেয়েও বড় কথা একটা দল দাঁড় করিয়েছিলেন কোচ মাইক হেসন। কিন্তু ভারতের বিপক্ষে মহারণে আর সেটার প্রমাণ পাকিস্তান দিতে পারল কই? সেই তো অসহায় আত্মসমর্পণই করল!