শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

ডেস্ক রিপেোর্ট
  ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। মঙ্গলবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
এক্স পোস্টে কেসি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনি বিজয়ের জন্য আমার অভিনন্দন।’
কমনওয়েলথ সচিবালয় জাতীয় লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রস্তুত; বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা ও কমনওয়েলথ পরিবারের সকল সদস্যের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী বলেও পোস্টে উল্লেখ করেন কেসি।