ইহুদি নববর্ষে শতাধিক ইসরাইলির আল-আকসা মসজিদে প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪১

ঐতিহাসিক আল-আকসা মসজিদে ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দিন শতাধিক উগ্রজাতীয়বাদী ইসরাইলি প্রবেশ করেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দখলকৃত পূর্ব জেরুজালেমে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডলইস্ট আই।
ভারী সশস্ত্র ইসরাইলি বাহিনীর সুরক্ষায় আগ্রাসী বসতি স্থাপনকারীরা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করে ইহুদি প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করেছে। তারা স্থানটিতে গান গাইতে এবং নাচতে দেখা গেছে।
এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে প্রণীত আন্তর্জাতিক চুক্তি বা ‘স্ট্যাটাস কো’ লঙ্ঘন করে, যা আল-আকসা মসজিদকে সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য নির্ধারিত স্থান হিসেবে ঘোষণা করেছে। সেখানে শুধুমাত্র মুসলিমরা প্রার্থনা করতে পারেন।
ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করছে, তবে ইহুদি ও জাতীয় ছুটির সময় এসব আক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পায়।
‌‘বেয়াদেনু – টেম্পল মাউন্টে প্রত্যাবর্তন’ নামে একটি ইসরাইলি গোষ্ঠী, যারা এ ধরনের আক্রমণের অনেক আয়োজন করে, তার সমর্থকদের ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ব্যাপক প্রবেশের আহ্বান জানিয়েছিল। লক্ষ্য ছিল মসজিদে প্রবেশকারীর সংখ্যার রেকর্ড ভাঙা।
উগ্রজাতীয়বাদী টেম্পল মাউন্ট গোষ্ঠী জানিয়েছে, গত হিব্রু বছর (৫,৭৮৫) আল-আকসা মসজিদে ৫৮,৩১০ জন বসতি স্থাপনকারী প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি এবং এক দশক আগে তুলনায় পাঁচ গুণ বেশি।
এই গোষ্ঠীগুলো আল-আকসা মসজিদ ধ্বংস করে তার জায়গায় তৃতীয় ইহুদি মন্দির প্রতিষ্ঠার দাবিতে কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবারের আক্রমণের আগে ইসরাইলি বাহিনী জেরুজালেমে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, যার মধ্যে আল-আকসা মসজিদে প্রবেশ সীমাবদ্ধ করা ছিল।