জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে এক অনন্য পরিস্থিতির মুখোমুখি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয় চলার কারণে নিউইয়র্ক পুলিশ (NYPD) সাময়িকভাবে রাস্তাগুলো বন্ধ করে দিলে ম্যাক্রোঁর গাড়িবহর থেমে যায়। এ সময় তিনি নিজেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন—আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা যায়, ঘটনাটি ঘটেছে জাতিসংঘ সদর দফতরের সামনের রাস্তায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ হাস্যরসের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং ট্রাম্পকে ফোন করে মজার সুরে বলেন, “সব রাস্তাই বন্ধ হয়ে গেছে তোমার জন্য!”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর গাড়িবহর জাতিসংঘ ভবনের বাইরে থেমে রয়েছে। রাস্তায় পুলিশ ব্যারিকেড বসানো, গাড়ি আটকে দেওয়া হয়েছে। এরপর ম্যাক্রোঁ নিজেই হেঁটে সামনে এগিয়ে যান। পাশে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে অনুসরণ করেন। আশপাশের মানুষের মধ্যে মৃদু কৌতূহল এবং হাস্যরস লক্ষ্য করা যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেশ আগ্রহের সাথে এই ঘটনার খবর প্রচার করেছে। তাদের মতে, বিষয়টি ছিল একেবারেই হালকা ধাঁচের এবং কূটনৈতিক বা রাজনৈতিক কোনো তিক্ততা এর মধ্যে ছিল না।
মূলত নিউইয়র্ক পুলিশ সে সময় রাস্তা বন্ধ করেছিল ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরকে নিরাপদে পার করার জন্য। এ ধরনের ট্রাফিক ব্লক নিউ ইয়র্কে সাধারণত জাতিসংঘ অধিবেশনের সময় প্রায়শই হয়ে থাকে, যখন একাধিক বিশ্বনেতা শহরে অবস্থান করেন।
সোশ্যাল মিডিয়ায় ম্যাক্রোঁর আচরণকে ইতিবাচকভাবেই দেখা হয়েছে। অনেকেই প্রশংসা করেছেন তার ধৈর্য, নম্রতা ও রসবোধের। কেউ কেউ মন্তব্য করেছেন:“রাজনীতির বাইরে এসে এমন মানবিক রূপই একজন নেতার আসল পরিচয়।” “এই কারণে ম্যাক্রোঁ ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন।”
বিশ্বনেতাদের চলাচলে নিরাপত্তাজনিত ব্যবস্থা যে কখনো কখনো মজার পরিস্থিতিও তৈরি করতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ। ম্যাক্রোঁর রসিকতা এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা অনেকের মন জয় করেছে।