নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের সাবওয়েতে এক যাত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
আইউইটনেস নিউজ রবিবার জানায়, গ্র্যান্ড কনকোর্স ও ইস্ট ওয়ানফোর্টিনাইন্থ স্ট্রিটের কাছে উত্তরমুখী একটি ট্রেনে জুলাইয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রেনে সিগারেট সেবন করছিলেন অভিযুক্ত। ভুক্তভোগী তাকে সিগারেটটি নিভিয়ে ফেলতে বলেন। ওই সময় ওই নারীকে কয়েকটি ঘুষি মারেন হামলাকারী।
হামলায় সামান্য আহত হন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযুক্তের পরিচয় সম্বন্ধে কোনো তথ্য জানানো হয়নি আইউইটনেস নিউজের প্রতিবেদনে।