ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের বদলা হিসেবে চলতি সপ্তাহেই গোটা আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ভেবে দেখছে অ্যামেরিকা।
এমনটি বাস্তব হলে আদালতটির দৈনন্দিন কর্মকাণ্ড ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স।
আইসিসির কিছু প্রসিকিউটর ও বিচারককে লক্ষ্য করে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা এতে নতুন মাত্রা যোগ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছয়টি সূত্র রয়টার্সকে জানায়, গোটা আইসিসিকে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত খুব দ্রুতই আশা করা যাচ্ছে।
সম্ভাব্য সার্বিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা করতে এরই মধ্যে জরুরি বৈঠক করেছেন আইসিসির কর্মকর্তারা।
এ বিষয়ে স্টেইট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, আইসিসি যদি আদালতের গুরুত্বপূর্ণ ও যথাযথ কাঠামোগত দিক পরিবর্তনের সুযোগ পায়, তাহলে আদালতটি অ্যামেরিকার জাতীয় স্বার্থের জন্য হুমকি থাকা অবস্থায় নিজেদের সাহসী সেনা ও অন্যদের সুরক্ষায় অ্যামেরিকা বাড়তি ব্যবস্থা নেবে।
তথ্যসূত্র:টিবিএন২৪