প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বর্ডার জার হিসেবে পরিচিত টম হোম্যান গত বছর ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের ছদ্মবেশী একজন এজেন্টের কাছ থেকে নগদ ৫০ হাজার ডলারের ব্যাগ নিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
ওয়াকিবহাল দুটি সূত্র রবিবার বার্তা সংস্থাটিকে জানায়, ঘুষ গ্রহণের বিষয়টি তদন্ত করছিল জাস্টিস ডিপার্টমেন্ট, যা বন্ধ হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, অর্থের বিনিময়ে অভিবাসন সংক্রান্ত সরকারি ঠিকাদারি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হোম্যান।
একটি সূত্র জানায়, এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল গ্রীষ্মে তদন্ত বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে হোম্যানের বক্তব্য নিতে পারেনি রয়টার্স।
এফবিআই পরিচালক প্যাটেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ রবিবার এক বিবৃতিতে জানান, আগের প্রশাসনের সময় ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়টি সামনে আসে। এ নিয়ে পূর্ণ পর্যালোচনা করে এফবিআই এজেন্ট ও জাস্টিস ডিপার্টমেন্টের প্রসিকিউটররা। তারা ফৌজদারি অপরাধের কোনো বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পায়নি।
বিবৃতিতে তারা আরও জানান, জাস্টিস ডিপার্টমেন্টের সম্পদ অ্যামেরিকার জনগণের প্রতি বাস্তবিক হুমকি মোকাবিলায় ব্যবহার করা উচিত। এ কারণে তদন্ত বন্ধ করা হয়েছে।
একটি সূত্র রয়টার্সকে জানায়, জো বাইডেন প্রশাসনের অন্তিম সময় ২০২৪ সালের আগস্টের দিকে হোম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ কর্মকাণ্ডের উদ্ভব আলাদা জাতীয় নিরাপত্তা তদন্ত থেকে।
উভয় সূত্র বার্তা সংস্থাটিকে জানায়, সেই তদন্তে অভিযোগকারী বারবার হোম্যানের নাম বলেন। তিনি জানান, আগামী সরকারের ঠিকাদারি পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেন হোম্যান।
তথ্যসূত্র:টিবিএন২৪