মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে শহরে শরিয়াহ আইন জারির চেষ্টা করার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ অভিয়োগ করেন।
বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি লন্ডনের দিকে তাকাই, যেখানে একজন ভয়াবহ মেয়র আছেন; ভয়াবহ, ভয়াবহ মেয়র। লন্ডন পুরোপুরি বদলে গেছে। এখন তারা শরিয়া আইনে যেতে চায়, অথচ সেটা ভিন্ন দেশ।’ এ সময় তিনি তার ঘনিষ্ঠ মহলের প্রচারিত একটি পুরোনো ও অপ্রমাণিত অভিযোগের পুনরাবৃত্তি করেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, ‘ইউরোপের অভিবাসন নীতি ও ‘আত্মঘাতী পরিকল্পনা’ পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে। এভাবে চলতে পারে না।’
তিনি অভিযোগ করেন, ‘তোমরা (অভিবাসী মুসলিম) তোমাদের দেশগুলোকে ধ্বংস করছো। ইউরোপ ভয়াবহ সংকটে আছে। এমন এক অবৈধ অভিবাসী বাহিনী দ্বারা ইউরোপ আক্রান্ত হয়েছে, যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। অবৈধ অভিবাসীরা ঢল নেমে আসছে ইউরোপে।’
তবে এ নিয়ে লন্ডনের মেয়র সাদিক খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।