যুক্তরাষ্ট্র এখনো রাফায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে: ব্লিংকেন

ডেস্ক রিপোর্ট
  ০১ মে ২০২৪, ২১:৪২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এখনো অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় ব্লিংকেন এমনটাই পুনর্ব্যক্ত করেছেন বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে এএফপি।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ব্লিংকেন রাফা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও দক্ষিণ গাজার এই শহরে আশ্রয় নেওয়া বেসামরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানিয়েছেন।
৭ অক্টোবরের হামলার পর সাতবার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিংকেন। সপ্তম সফরে তিনি নেতানিয়াহুর জেরুজালেম কার্যালয়ের প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন। প্রথমে তিনি একা আলোচনা করেন পরে তার সহযোগীরা সঙ্গে ছিলেন।
ইসরায়েল-হমাসের সাময়িক যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আশা করছেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক। এতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতির চুক্তিতে গেলেও রাফায় অভিযান থেকে বিরত থাকবেন না।
গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দিয়েছেন ব্লিংকেন। জাতিসংঘ আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করেছে।
গত মাসে মার্কিন চাপে ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলে অতিরিক্ত সহায়তা রুট খুলতে সম্মত হওয়ার পর থেকে সাহায্য বিতরণ বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্লিংকেন। তিনি এই পরিস্থিতি আরও এগিয়ে নিতে এবং এটি সবসময় বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের এএফপি-র সমীক্ষা অনুযায়ী ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার ফলে ১ হাজার ১৭০ জন নিহত হয়। এরপর গাজা যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক।
তবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৫৬৮ জন নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু।