বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ভারত সরকারের 

ডেস্ক রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২৪, ১১:৩৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় সরকার। এতে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৬ আগস্ট)  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়। সেখানে জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি ও সংঘর্ষ নিয়ে ব্রিফ করেছেন। 
এনডিটিভি বলছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। 
ব্যাপক শিক্ষার্থী আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে যান। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন।