জেলেনস্কির ওপর ‘চেঁচিয়েছেন’ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ নভেম্বর ২০২২, ১৮:৪৩

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনেই কথা বলে আসছেন। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র নতুন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করলেই এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এক ফোনালাপে জেলেনস্কির ওপর মেজাজ হারিয়েছেন জো বাইডেন।
সোমবারের এনবিসি নিউজের বরাত দিয়ে ফক্স নিউজ বলছে, চলতি বছরের জুন মাসে জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মেজাজ হারান বাইডেন। সেইসঙ্গে তিনি জেলেনস্কির ওপর চিৎকার করেছেন। ওই ফোনালাপের সঙ্গে সম্পৃক্ত-এমন সূত্রের বরাত দিয়ে এনবিসি এই তথ্য জানিয়েছে। রিপোর্ট, জেলেনস্কি আরও বেশি সামরিক সহায়তা চাইলে এ ঘটনা ঘটে। 
প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে জেলেনস্কি বলেন, কিয়েভের জন্য যে অতিরিক্ত সহযোগিতা প্রয়োজন, সেটা পাচ্ছেন না। তখন ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন দিয়েছেন, শুধু এ তথ্য জানিয়েই কথা শেষ করে দেন বাইডেন।
এনবিসি বলছে, বাইডেন রাগের সুরে কথা বলেছেন, বাইডেন বলেন, জেলেনস্কি ‘আরেকটু বেশি কৃতজ্ঞতা দেখাতে পারেন’। সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ জুনের ফোনালাপের আগে কয়েক সপ্তাহ ধরে জেলেনস্কির ওপর অসন্তোষ বাড়ছিল বাইডেনের।
তবে ফোনে তিরস্কৃত হওয়ার পর জেলেনস্কি জনসমক্ষে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে সহায়তার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।