রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে, যা পোকরভস্ক শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়া এই দাবি করেছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
পোকরভস্ক শহরটি ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী খারকিভ থেকে লুহানস্ক এবং ডনেস্ক পর্যন্ত ফ্রন্টলাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে, ডনেস্ক অঞ্চলে পোকরভস্কের দিকে যাওয়ার রাস্তা দখলের লক্ষ্যে ইভানিভকা গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের সীমান্তের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সামরিক চাপ কমার কোনও লক্ষণ নেই এবং পোকরভস্কের কাছে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছে।
রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধরত উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।