কুরস্কে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি রাশিয়া-ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ২৩:২৭

রাশিয়া ও ইউক্রেন কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উভয় পক্ষের সেনাবাহিনী এই দাবি করেছে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের।
ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলায় প্রায় ১ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে। এই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে বিদেশি সেনাদের করা সবচেয়ে বড় আক্রমণ হিসেবে অভিহিত করা হচ্ছে।
ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, 'আমরা রাশিয়ার ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকা এবং ৮২টি বসতি দখলে নিয়েছি।'
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে তারা কুরস্কে ইউক্রেনীয় সেনাদের দখলে থাকা একটি গ্রাম পুনর্দখল করেছে। এছাড়াও নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ‘অতিরিক্ত সেনা’ পাঠানোর কথাও জানিয়েছে রাশিয়া।
৬ আগস্ট ইউক্রেন কুরস্কে প্রবেশ করে হামলা শুরু করে। এর মাধ্যমে প্রায় আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডের অভ্যন্তরে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন।