তরুণীকে হত্যা করে পুলিশকে চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ নভেম্বর ২০২২, ১২:০১

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের একটি হোটেলে তরুণীকে খুন করে পর পর কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন অভিযুক্ত। সেই সঙ্গে পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখাক। শেষমেশ গতকাল শনিবারই সেই অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৭ নভেম্বর জবলপুরের একটি হোটেলে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। নিহত ওই তরুণীর নাম শিল্পা ঝরিয়া। তাকে খুন করার অভিযোগ ওঠে অভিজিৎ পাতিদার নামে বিহারের এক ব্যক্তির বিরুদ্ধে। তরুণীকে খুন করে পর পর কয়েকটি ভিডিও পোস্ট করেন অভিযুক্ত। 
এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিশ্বাসঘাতকতা বরদাস্ত নয়। তার পরই তিনি কম্বলের নীচে তরুণীর গলাকাটা দেহটি দেখান। তার পর আরও কয়েকটি ভিডিও পোস্ট করেন। তার মধ্যে একটিতে পুলিশকে চ্যালেঞ্জও ছুড়ে দেন। তারপর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। 
এই ঘটনায় জিতেন্দ্র পটেল এবং সুমিত পটেল নামে দু’জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু অভিজিতের হদিস মিলছিল না। মহারাষ্ট্র, রাজস্থানসহ তিন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রদেশ পুলিশ। তার পর থেকেই তার খোঁজে চলছিল তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, গত দশ দিন ধরে ৪ হাজার কিলোমিটার পথ ঘুরেছেন অভিযুক্ত। প্রতি ১২ ঘণ্টায় অবস্থান বদলাচ্ছিলেন। অবশেষে শনিবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে অভিজিৎকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের আসল নাম হেমন্ত ভাড়ানে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা।