মন্দা আসছে বলে সতর্ক করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি সম্প্রতি ভোক্তা ও ব্যবসায়ীদের ছুটির মৌসুমে বড় ধরনের কেনাকাটা আপাতত না করতে সতর্ক করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেফ বেজোস সম্প্রতি সিএনএনের সঙ্গে কথা বলেছেন। তিনি এ সময় গ্রাহকদের তাদের নগদ অর্থ জমা রাখতে বলেছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর পরামর্শ দিয়েছেন। শীর্ষ এই ধনী ব্যক্তি, আমেরিকান পরিবারগুলোকে নতুন গাড়ি ও টিভির মতো বড় জিনিসপত্র কেনা এড়াতে পরামর্শ দেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দা শুরু হতে পারে।
জেফ বেজোস বলেছেন, আপনি যদি বড়-স্ক্রিনের টিভি কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার অর্থ জমা রাখতে পারেনে এবং দেখতে পারেন কী ঘটে।
বেজোস আরও বলেন, অর্থনীতি এখন ভালো দেখা যাচ্ছে না। অর্থনীতির অনেকগুলো সেক্টরে এখন কর্মী ছাঁটাই হচ্ছে।
বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী নিজের জীবদ্দশায় তার সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তার সম্পদ দান করে দেবেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।