প্রতিশোধ নিতে শুক্রবার রাতভর ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের অন্তত চারজন সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।
ইরানে চালানো হামলা সম্পর্কে অবগত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নেই। তবে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ ভিন্ন দাবি করেছে।
হিজবুল্লাহ বলছে, ইরানের ওপর ইসরায়েলের শুরু করা ‘বিশ্বাসঘাতক’ অভিযানের ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়।
গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।’
বিবৃতিতে আরও বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরায়েলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।