রাজনীতির পটপরিবর্তন

২৮ বছরে প্রথমবার কলকাতা বইমেলায় তালিকায় নেই বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৪, ১৪:২০

গতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশ না এলে কিছু বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সহ–সভাপতি মাজহারুল ইসলাম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, গিল্ডের পক্ষ থেকে তাঁরা এখনো কোনো আমন্ত্রণপত্র পাননি। তিনি বলেন, ‘আমরা অবশ্যই বইমেলায় অংশ নিতে আগ্রহী।’
গিল্ড সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের উদ্যোগেই বইমেলায় এ দেশের প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কিন্তু এ বছর এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। অবশ্য বর্তমানে কলকাতায় বাংলাদেশের কোনো ডেপুটি হাইকমিশনার দায়িত্বে নেই।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এবারের বইমেলায় থিম দেশ হিসেবে থাকছে জার্মানি। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানিয়েছেন, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নের মূল বিষয়বস্তু। জার্মান প্যাভিলিয়নের নকশা তৈরি করবেন স্থপতি অনুপমা কুণ্ডু।
গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানিয়েছেন, বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি এবং চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরের মতো এবারও স্টলের সংখ্যা ১ হাজার ৫০ টিতেই সীমাবদ্ধ থাকবে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এই সিদ্ধান্ত।