প্রকাশিত হলো কবি, প্রাবন্ধিক ও গবেষক বঙ্গ রাখালের প্রবন্ধগ্রন্থ ‘বিপ্লবী লীলা নাগ ও অন্যান্য প্রসঙ্গ’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বিনিময় মূল্য রাখা হয়েছে ৩৩০ টাকা।
বইটিতে পনেরো জনের জীবন ও কর্মের বিশেষ দিক হাজির করা হয়েছে। যার মধ্যে লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। নারী জাগরণে যার বিশেষ অবদান। বইটিতে আরও আছে সমাজ সংস্কারে আবুল মনসুর আহমদের ভূমিকা ও প্রাসঙ্গিকতা; আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য সমাজের বহুরূপ; বুলবুল চৌধুরী: সহজ-সরল মানুষের অবয়ব; রাবেয়া খাতুনের ছোটগল্প: ‘অপারেশন কদমতলী’ ও ‘গণকবর’; শাহীন আখতার: প্রসঙ্গে ‘তালাশ’; বাংলার বীর জননী রমা চৌধুরী; প্রকৃতির কবি: দ্বিজেন শর্মা; অধ্যাপক রফিকুল ইসলাম: সংগ্রামী সাধকের প্রতিকৃতি; তারেক মাসুদ: প্রসঙ্গ ‘মাটির ময়না’; লুৎফর রহমানের কথাসাহিত্য: বাস্তবতার বীক্ষণ; স্বপ্নবাজ পুরুষ: ডা. জাফরুল্লাহ চৌধুরী; মাহমুদ শাহ কোরেশী: ভাষা-সাহিত্য-সংস্কৃতির সাধক; আবেদা আফরোজা: যিনি থাকেন স্মৃতির অলিন্দে।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘কিছু পাঠক এই বই পড়ে সামান্য উপকৃত হলেই আমি সার্থক। এখানে আমি সাহিত্য বা কোনো ব্যক্তির জীবন নিয়ে রীতিমত বিশ্লেষণ করতে বসিনি। শুধু বলেছি নিজের দ্বিধা-অপূর্ণতা কিংবা আস্থাহীনতার কথা। যা বুঝেছি তাই নিজের মতো করে বলার চেষ্টা করেছি মাত্র। এই গ্রন্থে মূলত আমার ভাবনাগুচ্ছই কিঞ্চিৎ রেখাচিত্রণে রূপান্তিত হয়েছে।’
বঙ্গ রাখালের জন্ম ১৯৯৩ সালের ১২ জুন ঝিনাইদহের শৈলকূপায়। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর গণ বিশ্ববিদ্যালয় থেকে। লেখালেখির হাতেখড়ি কবিতা হলেও প্রবন্ধসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে- সংস্কৃতির দিকে ফেরা (প্রবন্ধ), লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ (গবেষণা), মানবতাবাদী লালন জীবন অন্বেষণ (প্রবন্ধ), হাওয়াই ডাঙ্গার ট্রেন (কবিতা), মনীষা বীক্ষণ ও অন্যান্য (প্রবন্ধ), অগ্রন্থিত রফিক আজাদ (সম্পাদনা), পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন (সম্পাদনা), লণ্ঠনের গ্রাম (কবিতা), যৈবতী কন্যা ইশকুলে (কবিতা), কবিতার করতলে (প্রবন্ধ), অন্ধ যাজক (কবিতা), ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা (অভিসন্দর্ভ)।
তিনি প্রবন্ধ প্রতিযোগিতায় পেয়েছেন আবুল মনসুর আহমদ পুরস্কার, জলধি সম্মাননা (কবিতা), অনুপ্রাণন সাহিত্য পুরস্কার, কাব্যশ্রী সাহিত্য পুরস্কার (গবেষণা)।