সেলিনা পারভীনের কবিতা-

নতুনধারা
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬
আপডেট  : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৩
ছবি : সেলিনা পারভীন সংগৃহীত

"অপূর্ণতার মাঝেই পূর্ণতা"

সেলিনা পারভীন ~

 

পূর্ণতা কি তা কখনো ভাবিনি 
অপূর্ণতার মাঝেই সুখ খুঁজেছি 
পূর্ণতা বলতে কিছুই নেই 
শুধু ক্ষনিকের জন্য পূর্ণতা কে 
আলিঙ্গন করেছি একটু সুখের আশায়, কিংবা নিজেকে সুখী মনে করতে চেয়েছিলাম শান্তির ধারায় বহমান করতে!
অপূর্ণতা জীবনের শেষ সীমারেখায় অবস্থান করার পরও পূর্ণতা কে খুঁজে যায় এই ছোট্ট এক মনার তৈরী ছোট্ট একটা মন।
পৃথিবীতে চোখের পানির কোনো মূল্য নেই, কিন্তু কি আজব তবুও অশ্রু গড়িয়ে পড়ে অঝরে।
যে অশ্রু গড়িয়ে পড়ে শুধু সেই চোখ বুঝে কতটা কষ্ট পেলে চোখে অশ্রু নামে!
হয়তো একদিন এই অশ্রু টুকুও আর পূর্ণতা খুঁজবে না।
খুঁজবে না অপূর্ণতার কি কষ্ট!
হাসবে দু ঠোঁটের ফাঁকে সমাজ এর জন্য। ভাববে এইতো বেশ আছে, যাচ্ছে কেটে সুখেই দিনরাত্রি।