সেলিনা পারভীনের কবিতা-"অবহেলা"

নতুনধারা
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১

"অবহেলা"
সেলিনা পারভীন ~

সময়ের বিবর্তনে কত কিছু 
চোখের সামনে ভাসছে 
সময় বলে দিচ্ছে আসল 
জীবনের রহস্য কি চলছে।

জীবন পরিধি ছোট হচ্ছে 
গল্প কাব্য যেন শেষ পর্যায়ে 
বুঝাতে হচ্ছে না কষ্ট করে 
যা বুঝার বুঝে গেছে এই মনে।

পাথর চাপা দিয়ে বুঁকে 
হাসি মুখে কথা হচ্ছে বলতে 
কেন নিজেকে অসহায় 
বুঝাতে হবে অন্য কে।

যেভাবে অজুহাত বাড়ছে 
খবরের প্রয়োজন কমছে 
দিন চলে যায় ব্যস্ততা দেখায় 
অবহেলা আর অবহেলায়।