আশাহত মন
দিলরুবা খানম
খুব শূন্যতায় ডুবে যেতে যেতেও
কিছু গল্প রচিত হয়
অন্ধকার পথ আর চারপাশের
শুন শানেরও কেমন যেনো সুর থাকে
মানুষ নিরবতার কান্নাতেও কিন্তু ভেঙ্গে পরে
কেউ দেখেনা শুধু নির্বাক চোখ ক্রমশ ধূসর হতে হতে
একসময় তার সৌন্দর্য্য হারায়।
শীতের হলুদ পাতারা যেমন ঝরে যায় বিবর্নতায়
আমরাও ঝরে যাই এমন অবেলায়
আমরাও সুর হারাই এমন ছিন্ন বীনার তানে
জীবন যখন শোনায় দুঃখটা আশাহতের গানে।