সুজল মুশফিকের কবিতা "সময়ের প্রয়োজন " 

নতুনধারা
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

"সময়ের প্রয়োজন " 
সুজল মুশফিক 


সময়ের প্রয়োজন, 
তাই সাজিয়েছি এত আয়োজন।। 
দম ফুরলেই শেষ হবে সব,
মাটিতে হবে আমার আবাসন।।
নিয়তি আমায় কোথায় নিবে, 
কিসের পরশে শান্ত হব, 
মাটি, পানি, আগুন 
কে আমাকে গ্রাস করবে? 
সময়ের প্রয়োজন বলবে সে কথা।
হয়তো আমি জানব না, 
তোমরা জেনে নিও, 
আমি তখন আমার আমিকে নিয়ে,
কঠিন সময়ে করবো দিনাতিপাত।
দুনিয়ার হিসেবে, 
আমার এই অপবিত্র আত্মা, 
সয়ে যাবে ঘাত প্রতিঘাত।। 
সময়ের প্রয়োজন, 
সময় হারিয়ে কেঁদো না প্রিয়জন, 
সময় থাকতে বেছে নাও, 
অল্প সময়ে খুঁজে যাও, 
ভালো মন্দের ব্যাবধান।।
তাই যখন সময় হবে শেষ
নিঃশ্বাসে থামবে বেলা,
হোক সমাপ্তি সকল খেলা।।