সরোয়ার মোর্শেদ নান্নুর কবিতা "কুটির"

নতুনধারা
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭


"কুটির"
সরোয়ার মোর্শেদ নান্নু    
আজও ঠায় দাঁড়িয়ে আছে মোদের সেই ছোট্ট কুটিরখানি,
কত দিনের শত স্মৃতি দেয় মোরে হাতছানি। 
ভাইবোনেতে খুনসুটি, খেয়েছি কত লুটোপুটি, 
ঘুমিয়েছি মোরা শীতলপাটি বিছিয়ে ঘরের পরে;
কেরোসিন কুপি জালিয়ে রাতে, 
পেট ভরাতাম শুধু ডাল ভাতে,
অভাব মোদের যদিও ছিলো, সুখ ছিলো অন্তরে।
ঘরের চালের ফাকটি দিয়ে দেখা যেত বাকা চাঁদ, 
তবু্ও মোদের ওটুকুই ছিলো মাথার ওপরে ছাদ।
ঝড়, বৃষ্টি, বাদলার দিনে জল পড়তো মাথায়,
শীতের রাতে ঠকঠকিয়ে কাপতাম এক কাথায়।
চাদনি রাতে লুকোচুরি, সকাল বেলায় গুড় মুড়ি,
বোনের সাথে হতো আড়ি, বাবার নিয়ম কড়াকড়ি। 
এমন অনেক স্মৃতির মালার সাক্ষী মোদের নীড়,
মায়া - মমতায় ঘিরে রাখা ছোট্ট এ কুটির।।