অমর একুশে বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীনের বই বিক্রি ও ‘জয় বাংলা’ স্লোগান কেন্দ্র করে শতাব্দী ভব নামের এক লেখককে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বইমেলার সোহরাওয়ার্দী গেট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মেলার বিভিন্ন প্রান্ত ঘুরে সব্যসাচী স্টলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে তারা ‘বইমেলায় হামলা কেন-ইন্টেরিম জবাব চাই’, ‘স্টল বন্ধ কেন-প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা। তারা বলেন, আমরা গতকাল থেকেই দেখেছি মেলাকেন্দ্রীক একটি গোষ্ঠী মব তৈরির চেষ্টা করেছিল। তারা আজ মেলায় এসে হামলা চালিয়েছে এবং সব্যসাচী স্টল বন্ধ করে দিয়েছে। এমন বাংলাদেশ আমরা চাইনি। ২৪ এর চেতনার সঙ্গে এমন বাংলাদেশ যায় না।
বিক্ষোভে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাদের দেখা গেছে।