সেলিনা পারভীনের কবিতা "চেনা অচেনা "

সাহিত্য ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

চেনা অচেনা 

সেলিনা পারভীন 

চেনা মানুষ গুলোই একদিন 
ভিশন ভাবে অচেনা হয়ে যায়।
এতো সুন্দর করে কথা বলা মানুষ গুলো, কেমন করে যেন বদলে যায়।
বদলে যাওয়া মানুষ কে কখনোই খুঁজে পাওয়া যায়না।
হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেলে দুই জন জড়িয়ে ধরে কতই না কান্না।
বদলে যাওয়া মানুষ এর মধ্যে কোনো অনুশোচনা থাকে না।
চেনা মানুষ গুলোই খুব সুন্দর করে কষ্ট দিতে পারে।
অচেনা মানুষ এর মতো আচরণে ক্ষিপ্ততা প্রকাশ পায়!
চেনা সূর যেন পাল্টে যায়,
অচেনার বহুরূপী রূপ ধারণ করে।
কি আশ্চার্য্য মনের ভিতরে থাকেনা কোনো অনুতপ্তের অনুশোচনা বোধ!
রঙের দুনিয়ায় রংধনুর মতো ঝলক রশ্মি ছড়িয়ে নিজেকে
পরিবর্তনের নেশায় জড়ায়।
চেনা সূর যেন অচেনা সুরে তানপুরায় বেজে উঠে।
এই তো সুখ, এই তো শান্তি 
স্বার্থ নিয়ে চলছে সবাই স্বার্থন্নেষী।