নাজমুন নাহার মুক্তার কবিতা "মায়ের আঁচল "

সাহিত্য ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩
আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৬


 "মায়ের আঁচল "
নাজমুন নাহার মুক্তা 
    

মাগো, তোমার আঁচল তলে দিও মোরে ঠাই, 
মমতার ছোঁয়া শুধু এখানেই পাই। 
আর সব ধোকা মাগো - সবই বালুচর, 
ধোঁয়া ধোঁয়া চারদিক  ঊষর প্রান্তর। 
হালকা শীতের রাতে অথবা কুয়াশা প্রাতে 
তোমার আঁচলে ঢেকে রেখেছো মোরে, 
জড়িয়ে বুকের মাঝে পরম মমতা ভরে
আদর করেছ মোরে ঘুমের ঘোরে। 
আজও শীতে  কাঁপছি,  পথ চলতে হাঁপছি 
তোমার আঁচল খানি কোথা গেল হায়! 
তপ্ত মরুর পাশে একটু জলের আশে
দিগ্বিদিক আমি ছুটে যে বেড়াই,
সুধাই তোমারেই মাগো - আয় ছুটে আয়!!
ক্লান্ত দেহ মোর বড়ো  অবসাদ;
তোমার ছোঁয়া পেতে মনে জাগে সাধ,
দেখা দাও মোরে তুমি আরেকটিবার 
তোমার আঁচল ঘ্রাণে -  হব একাকার। 
কেন চলে গেলে তুমি দিয়ে মোরে ফাঁকি?
সেই থেকেই মাগো আমি বড় একাকী।
যাই বলে একেবারেই চলে গেলে বুঝি? 
স্বপ্নের মাঝেও মা তোমাকেই খুঁজি। 
আমার হৃদয় মাঝে শুধু হাহাকার, 
তোমার আঁচলখানি বড় দরকার।