অমর একুশে বইমেলার ১৫তম দিনে মোড়ক উন্মোচন করা হলো শেখ কানিজ ফাতেমার প্রথম গল্পগ্রন্থ ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’। সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মোড়ক উন্মোচন মঞ্চে লেখকের ছেলে অনিরুদ্ধ ইনান মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লেখক শেখ কানিজ ফাতেমা, সুপ্রিম কোর্টের আইনজীবী মলয় সাহা, মো. সাখাওয়াৎ হোসেন আকাশ, সৈয়দ হাসান যুবাইরসহ অনেকে। আলোচনা করেন সংস্কৃতিকর্মী প্রশান্ত কুমার মণ্ডল, মো. আরিফুল ইসলাম, যোগাযোগ বিশেষজ্ঞ আরিফুর রহমান।
বইটিতে স্থান পেয়েছে বাস্তুচ্যুত মানুষের ক্ষুধা, যন্ত্রণা, প্রেম, বিরহ আর ছোট ছোট স্বপ্ন-সাধ। লেখার বিশেষত্ব হলো প্রায় সবগুলো গল্পে জৈবিক প্রেমের তাড়নাকে পেটের ভাতের তাড়নার কাছে অবধারিতভাবে পরাজিত হতে দেখা যায়।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান নৈঋতা ক্যাফে। প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। ৬৪ পৃষ্ঠার বইটিতে গল্প আছে ৬টি। বইমেলায় ৬১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। গায়ের মূল্য ২০০ টাকা হলেও পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়।
ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বইটির পরিবেশক বাতিঘর এবং কলকাতায় অভিযান পাবলিশার্স। এ ছাড়া রকমারি থেকে অর্ডার করা যাবে। লেখালেখির পাশাপাশি শেখ কানিজ ফাতেমা পেশাজীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।