"কিছু কথা,, ব্যথাময় জীবন "
সেলিনা পারভীন
গুরুত্ব সহকারে খুব বেশি যত্ন নিয়ে কোনো কাজ করলে তাতে ১০০% নিশ্চিত কষ্ট পেতেই হবে।
আর এই কষ্ট পাওয়া শিখিয়ে দিবে আসলে করণীয় কি!
প্রতিটা ক্ষেত্রে যদি একটু সুক্ষ ভাবে চিন্তা করা যায় তাহলে কিন্তু ধীরে ধীরে চোখের সামনে পরিষ্কার হয়ে উঠবে প্রতিটি কার্য কলাপ।
সত্য আর মিথ্যার মেকিতে গড়াগড়ি চলছে।
তবুও আমরা মিথ্যের ঝুড়ি তেই পড়ে থাকি অবিচল।
কারণ কেউ তো নিজের চোখে দেখেনা কি তার পিছনের কারণ।
নিজেকে কঠোর করতেই হবে আশে পাশের সব কর্ম কাণ্ডের আচরনে।
মেকি ভালোবাসায় অযথা সব বিসর্জন।
নিজের জন্য না ভেবে, নিজেকে কষ্ট দিয়ে সারাটি জীবন অন্যের জন্যই ভেবে হলো ব্যথাময় জীবন।