চোরের জায়গা চোরের ঘর
কারে ছাইড়া কারে ধর।
অলিতে চোর গলিতে চোর
অভাব নাই মোবাইল চোর।
ব্যংকগুলোতে বড় চোর
এরা হলো ভদ্র চোর
ধরা খায় না ছেচা দেয় না
তারাও কারো ধার ধারে না।
হাঁস মুরগি গরু চোর
জাতে তারা ফিচকা চোর
ধরা পড়লে রেহাই নাই
রাস্তা ঘাটে ছেচাই খায়
ভুমি দস্যু চোরের ভাই
পুলিশের খাতায় কোন নাম নাই
খাল বিল গ্রাস করে
ইমারত আর অট্টালিকা গড়ে
জনগনের পকেট মারে।
সমাজে তাদের সন্মান বাড়ে।
অফিস আদালতের ঘোষ খোর
এরা হলো বুনিয়াদি চোর
ঘুষের টাকায় জীবন গড়ে
বৌ বাচ্চা পালে আর দোজখ ভরে।
দেশটা যে ভাই গেছে তলে
চোর বাটপার আর চাটুকার দলে।
এ যে বড় কঠিন দায়
মুক্তি মিলবে কি আদৌ হায়?