বইমেলায় আশা জাগাচ্ছে বিজ্ঞানের বই

নিজস্ব সংবাদদাতা
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১১

গত এক দশক ধরেই বিজ্ঞানের বই প্রকশ ও বিক্রিতে একটা জোয়ার এসেছে। সেই ধারা অব্যাহত রয়েছে চলতি বছর বইমেলাতেও। বুধবার বইমেলা ঘুরে দেখা গেল একই চিত্র।
সাধারণত ছুটির দিনের তুলনায় বইমেলায় ভিড় কম থাকে অন্যদিনগুলোতে।
কিন্তু বুধবার পাঠকের ভিড় একেবারে কম ছিল না। যাঁরাই আসছেন কমবেশি বই কিনছেন। সুতরাং লেখক-প্রকাশকেরা আশাবাদী। 
এ বছর সর্বাধিক সংখ্যক বিজ্ঞান বই প্রকাশ করে প্রান্ত প্রকাশন।
প্রান্তর কর্ণধার আমিনুর রহমান বলেন, ‘বিজ্ঞান বইয়ের পাঠক মূলত কিশোর তরুণেরা। বিজ্ঞান যাঁরা ভালোবাসেন তারা বই কিনবেনই। তাই অন্যসব বিজ্ঞান বইয়ের বিক্রি অন্য জনরার বেশি।’
একই কথা শোনা গেল অন্বেষা কর্ণধার মো. শাহাদাত হোসেনের কণ্ঠেও।
তিনিও উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানের বই প্রকাশ করেন। এ মেলাতেও দুটি বই এসেছে ইতিমধ্যে। আরও কয়েকটি বই আসার অপেক্ষায়। অন্বেষার প্যাভিলয়নে বিজ্ঞানের বই কিনতে দেখা গেল এক তরুণীকে। হুমায়রা আহমেদ নামে এ তরুণী মোহম্মদপুর থেকে বইমেলায় এসেছিলেন।
বেশ কিছু বিজ্ঞানের বই কিনেছেন তিনি। বিজ্ঞানের বই কেন পড়েন, এ প্রশ্নের জবাবে মোহাম্মদপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী জানালেন, ভবিষ্যতে পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার ইচ্ছে আছে তাঁর। তাই এখন থেকেই জনপ্রিয় ধারার পদার্থবিজ্ঞানের বই পড়ে বিজ্ঞান অনুধাবন করার চেষ্টা করেন।
বাংলাদেশে বিজ্ঞানের বইমেলার পথিকৃত অনুপম প্রকাশনী। তাদেরও বেশকিছু নতুন বই বইমেলায় চলে এসেছে, আরও কিছু আসার অপেক্ষায়। উল্লেখযোগ্য বিজ্ঞানের বই এসেছে প্রথমা ও আদর্শ প্রকাশনীতেও।
আগামী সপ্তাহে আরও বিজ্ঞানের ভালো ভালো বই আসবে বলেই আশা করছেন বিজ্ঞানপ্রেমীরা।