ফ্লোরিডা ৫ ম বই মেলা আগামী ২০ ও ২১ জুলাই। সফল ৪ টি বইমেলার পর এবারের ৫ ম বইমেলা নিয়ে বই পিপাসুদের মধ্যে ব্যসপক উ্যসাহ দেখা দিয়েছে । এবারের ফ্লোরিডা বই মেলার অন্যতম উদ্যেক্তা আনোয়ারুল হক দিপু জানান, ঢাকা ক্লাবের আয়োজনে এবারের ৫ ম বই মেলাকে ২ দিনের অনুষ্ঠানে সাজানো হয়েছে। থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, বাংলা সাহিত্যের একাল সেকাল বিষয়ক সেমিনার, নাটক, চলচিত্র প্রদর্শনী, শিশু কিশোর মেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের বই মেলার সহযোগীতায় থাকছে, বাংলাদেশ কনসুলেট মায়ামী। মায়ামী কনসুলেট এর হল রুমে বই মেলা অনুস্টিত হবে।
বই মেলার সমন্বয়ক জুয়েল সাদত জানান, আপাতত ৪ টি প্রকাশনী অংশগ্রহণ করবে। তবে যে কেউ বই নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আরো অনেকগুলো প্রকাশনীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।
“বই হউক জীবনের অংশ” , ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার বই মেলায় উত্তর আমেরিকার সকল কবি সাহিত্যিক, প্রকাশক ও প্রকাশনীকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন ঢাকা ক্লাবের সভাপতি মিম খান। বই মেলা অনুষ্টিত হবে - কনসুলেট জেলারেল অব মায়ামী 760 NW 107 th avenue Ste : 320 Miami Florida 33172 এর হলরুমে। প্রকাশনী হিসাবে থাকবে নালন্দা,অন্যয়, প্রকাশ, মুক্তধারা,প্রথমা, কালের চিঠি।
কবি ও লেখক যারা থাকবেন -হুমায়ুন কবির ঢালি,হাসান ফেরদৌস, ডঃ জতিব প্রকাশ দত্ত।