কানাডা প্রবাসী সুব্রত কুমার দাসের প্রথম অডিও গ্রন্থ প্রকাশিত

ডেস্ক রিপোর্ট
  ২০ আগস্ট ২০২৪, ২০:০৫

কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও টেলিভিশন ব্যক্তিত্ব সুব্রত কুমার দাসের গ্রন্থ ‘আমার মহাভারত’ এর অডিও সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, বইটি কাগজ সংস্করণে প্রথম প্রকাশিত হয়েছিল ২০১১ সালে। ২০১৪ সালে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। অডিও বইটি প্রকাশিত হয়েছে কোবো পাবলিশিং হাউজ থেকে। অডিও বইটির লিঙ্ক https://www.kobo.com/ww/en/audiobook/jiK8-ZFT9jyv1y2HWB4YHw। প্রায় ছয় ঘন্টার অডিও বইটির মূল্য রাখা হয়েছে কানাডা ৫.৯৯ ডলার, আমেরিকায় ৪.৯৯ ডলার। বইয়ের অধ্যায়গুলো হচ্ছে, আমার মহাভারত প্রীতি, মহাভারত নিয়ে কথা, মহাভারতের নির্মাণ, কুরুক্ষেত্রে সমর প্রসঙ্গ, মহাভারত প্রাসঙ্গিকতায় ‘১৮’ সংখ্যার মাহাত্ম্য, পৌরাণিক ইতিহাসে শ্রীকৃষ্ণ, মহাভারতে গীতার অস্তিত্ব, মহাভারতের অনুবাদ এবং রজ্মনামাহ্ প্রসঙ্গ, কালীপ্রসন্ন সিংহের মহাভারত অনুবাদ প্রসঙ্গ, রবীন্দ্রনাথের মহাভারত চর্চা এবং মহাভারতের পশ্চিম যাত্রা: একটি পর্যবেক্ষণ প্রচেষ্টা। অডিও সংস্করণের জন্য একটি আলাদা ভূমিকা যুক্ত করেছেন লেখক সুব্রত কুমার দাস। সে ভূমিকাতে তিনি  জানিয়েছেন, “নতুন দেশে থিতু হবার পর আস্তে আস্তে বুঝতে পারি এদেশে মানুষ বিপুল পরিমান সময় ব্যয় করতে বাধ্য হন গাড়িতে বসে। সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিজের গাড়িতেই চলতে হয়। গাড়িতে বসে অডিও শোনার মতো সহজ যেন কিছু আর হয় না। যে মানুষ সারাদিনে এক পৃষ্ঠা বই পড়ার সুযোগ পাবেন না সেই মানুষেরও দৈনিক এক দুই ঘন্টা কাটবে গাড়িতে বসে। সেই অবলোকন থেকেই এক সময় মাথায় আসে অডিও বুক করার।“ অডিও বইটিতে কন্ঠ দিয়েছেন লেখক নিজেই। শব্দ ধারণ এবং সম্পাদনা করেছেন শিল্পী অমল দেব। অডিও বইয়ের ভূমিকাতেও সুব্রত অমল দেবের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন। ঊনত্রিশটি বইয়ের লেখক সুব্রত আশা করেন, উত্তর আমেরিকার যে কয়েক সহস্র মানুষ ব্যক্তিগত পর্যায়ে তাঁকে জানেন, তাঁরা যদি এই উদ্যোগে সাড়া দেন তাহলে তা হবে রীতিমতো উৎসাহব্যাঞ্জক। সুব্রত আরও জানিয়েছেন, প্রত্যাশামতো সাড়া পেলে তিনি শীঘ্রই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে রচিত তাঁর দুটি বইয়ের  অডিও সংস্করণ করবেন।