ডেস্ক রিপোর্ট
এবারের ফোবানার আকষর্ণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিল কবি ও কাব্যিক অনুষ্ঠান 'কাব্য জলসা।' ৩১ আগস্ট রোববার ফোবানার দ্বিতীয় দিনে ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টল মেরিউট হোটেলের ম্যাকলিন হলে অনুষ্ঠিত কাব্য জলসায় কবি ও কবিতাপ্রেমীদের উপস্তিতি বলে দেয় কবিতায় জীবনের প্রাণের সঞ্চালন। জুয়েল সাদত, খ্রীষ্টফার পিউরিফিকেশন, সুমন সামসুদ্দিন, ড আব্দুস সাত্তার, মিজান ভূঁইয়া, শাহানা শৈলী, নিহার আন্না গোমেজ,রত্না বাড়ৈ,কাজী হারুন, দীনেশ পিটার রেগো ও ডাঃ হালিদা হানুম আখতার কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানের শুরুতে কাব্য জলসার কো-চেয়ারপার্সন কবি মিজান ভূঁইয়ার সঞ্চালনে মঞ্চে আসন গ্রহণ করেন লেখক, কবি ও গবেষক ড আমীনুর রহমান, কবি শুক্লা গাঙ্গুলী ও কবি, লেখক গবেষক মৃদুল রহমান। তিনজন সঞ্চালকের আসন গ্রহণের পর কাব্য জলসার চেয়ারপার্সন সুবীর কাস্মীর পেরেরা শুভেচ্ছা বক্তব্যে বিভিন্ন ষ্টেট থেকে আগত কবি ও পাঠকদের শুভেচ্ছা জানান।
সেই সাথে তিনি কাব্য জলসার তিন ঘন্টার কর্মসূচি তোলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালকবৃন্দ শুরুতে শুভেচ্ছা এবং কবির কবিতা পাঠের আলোকে আলোচনায় অংশ নেন। এর পূর্বে উঁট আমেরিকার প্রকাশনী সংস্থা স্বদেশ শৈলীর ব্যবস্থাপনা ও মৃদুল রহমানের সম্পাদনায় কাব্য সংকলন 'কাব্যালোকে'র মোড়ক উন্মোচন করা হয়। কবিদের কবিতা পাঠ এবং সঞ্চালকের জ্ঞানগর্ভ আলোচনা বিগত কাব্য জলসার মাত্রাকে ছাড়িয়ে যায়। অনুষ্ঠানের শেষে ছিল এই বছর প্রকাশিত কাব্য ও গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মোড়ক উন্মোচন করেন ড আমীনুর রহমান ও শুক্লা গাঙ্গুলী। নীহার আন্না গোমেজ, রত্না বাড়ৈ, মিজান ভূঁইয়া, দীনেশ পিটার রেগো,রুনা এলিজাবেথ ডি' ক্রুজ, ড আব্দুস সাত্তার ও রাজু মহাজনের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া কবি সাংবাদিক জুয়েল সাদত, কাজী হারুন এবং কবি বাচিক শিল্পী সুমন সামসুদ্দিনের গন্থের পরিচিতি পর্ব সহায়তা করেন মৃদুল রহমান। মিজান ভূঁইয়ার সমাপনী ও ধন্যবাদ বক্ত্যব্যের মধ্যে দিয়ে কাব্য জলসা ২০২৪ এর পড়ি সমাপ্তি ঘটে।