৬ সেপ্টেম্বর কানাডার জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবিতে অনাড়ম্বরভাবে উদ্বোধন হল কানাডা জার্নাল ওয়েবসাইটের। এর স্বপ্নদ্রষ্টা লেখক, গবেষক, সুব্রত কুমার দাস ওয়েবসাইটির সৃজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ২০১৩ সালে কানাডাতে পৌঁছেই তিনি তিনটি বিষয় পর্যবেক্ষণ করেন; সেগুলো হল, একটি বিশাল সংখ্যক বাঙালি পাঠক এদেশে থাকা অন্যান্য আরও অনেক বাঙালি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে ওয়াকিবহাল নন; আমাদের তরুণ প্রজন্ম বাংলা সাহিত্যের অমৃত সুধার খবর কম রাখেন; এদেশের অন্যান্যভাষী লেখক ও পাঠকেরা আমাদের বাঙালি সাহিত্যিকদের সাহিত্যকর্ম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না আর তাই এদেশি মূলধারার সাহিত্যিকদের সাথে বাঙালি সাহিত্যিকদের সংযোগ কম। কানাডা জার্নাল ওয়েবসাইটটিতে ৪০০ টি লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করলেই কানাডার বিভিন্ন প্রান্তে থাকা সকল বাঙালি লেখকদের বায়োগ্রাফি, তাঁদের সাহিত্যকর্ম, সমালোচনা, সকল কিছুই পড়া যাবে অনায়াসেই। জানা যাবে তাদের লেখা বইগুলো আর সেগুলোকে কেন্দ্র করে লেখা রিভিউগুলো সম্পর্কেও। ওয়েবসাইটটিতে সেই সকল কানাডিয়ান লেখকদেরকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের অন্ততপক্ষে একটি করে বই প্রকাশিত বই রয়েছে। এছাড়াও এমন অনেক লেখা যুক্ত করা হয়েছে, যেগুলো কেনেডিয়ান বাঙালি লেখকেরা লিখেছেন কানাডা কিংবা কানাডার যেকোনো বিষয়বস্তু, কিংবা এদেশে তাঁদের ব্যক্তিগত কোন অভিজ্ঞতা নিয়ে। এই ওয়েবসাইটটি ক্রমশই একটি কেনেডিয়ান বাঙালি সাহিত্যিকদের সৃষ্ট সাহিত্য-ভাণ্ডার হয়ে উঠছে, এবং অচিরেই প্রভূত প্রশংসার দাবিদার হবে বলে ধারণা করা হচ্ছে। কানাডা জার্নাল প্রতিষ্ঠার এই মহাযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছেন বিশিষ্ট লেখক, এনআরবি টেলিভিশনের সিইও, বাংলামেইল পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, এবং বিশিষ্ট সাংবাদিক এবং রিয়েলটর মাহবুব ওসমানী। এই ওয়েবসাইটটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।