শীতের চিড়িয়াখানায় পশুপাখির জীবন

superadmin

  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫

শীতের সকালে জবুথবু হয়ে বসে আছে বানরের দল।

ঠান্ডা থেকে বাঁচতে গুটিসুটি মেরে বসে আছে কয়েকটি বাঘ।

আয়েশি ঘুম দিচ্ছে ময়ূর।

মাঘের শীত বাঘকেও ছাড়ে না।

বালুর ওপর বসে আছে ভালুক।

শীতে চুপটি করে বসে আছে কবুতর।

পালকের মধ্যে ঠোঁট ঢুকিয়ে বসে আছে ময়ূর।

ঠান্ডা থেকে রক্ষা পেতে শুকনা খড়ের ওপর বসে আছে মেছো বিড়াল।