খুলনার এক ঘণ্টার পানের হাট

superadmin

  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

ভৈরব নদের ওপার নড়াইল থেকে পানচাষিরা খেয়ায় নদী পার হয়ে পানের হাটে আসছেন।

হাটে বিক্রি করতে সাইকেলে পান নিয়ে যাচ্ছেন এক চাষি।

মাথায় পান নিয়ে যাচ্ছেন চাষিরা।

পান বিক্রি করতে বসেছেন একজন।

পানের লতা খুঁটিতে বাঁধতে প্রয়োজন হয় শণের। বাছাই করে শণ কিনছেন চাষি।

হাটে সারি সারি পান রাখা হয়েছে।

সড়কের ওপর চলছে পান বিকিকিনি।

ক্রেতা পান বাছাই করছেন।

কতটা পান কেনাবেচা হলো চলছে তার হিসাব।