জান্নাতি সাহাবি রুমাইসা বিনতে মিলহান (রা.)

ধর্ম ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:২৭

রুমাইসা বিনতে মিলহান (রা.) ছিলেন প্রিয়নবি হজরত মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) একজন প্রসিদ্ধ নারী সাহাবি। তিনি উম্মে সুলাইম নামেই বেশি পরিচিত। ইসলামের জন্য নিষ্ঠা, সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

উম্মে সুলাইম (রা.) মদিনার খাজরাজ গোত্রের সম্ভ্রান্ত আদি বিন নাজ্জার শাখায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম মিলহান ইবনে খালিদ, মায়ের নাম মুলাইকা বিনতে মালেক। ইসলাম গ্রহণের আগে মালেক ইবনে নাযরের সাথে তার বিয়ে হয়েছিল। তার ঘরেই আনাস ইবনে মালিক (রা.) জন্মগ্রহণ করেন।
নাবিজি (সা.) মদিনায় হিজরতের আগেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। নবুয়্যতের দ্বাদশ বছরে হজের মৌসুমে মদিনার একদল লোক মক্কায় গিয়ে নবিজির সাথে সাক্ষাত করেছিলেন। তারা মিনার কাছে আকাবা উপত্যকায় উপস্থিত হয়ে রাসুলের (সা.) নিকট ইসলামের শপথ বাক্য পাঠ করেন যা আকাবার প্রথম শপথ নামে খ্যাত। এই শপথ গ্রহণকারীরা মদিনায় ফিরে গেলে তাদের হাতে উম্মে সুলাইম (রা.) ইসলাম গ্রহণ করে। তিনি মদিনার প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের অন্যতম।
উম্মে সুলাইমের (রা.) ইসলাম গ্রহণের সিদ্ধান্তে তার প্রথম স্বামী মালেক ইবনে নাজর অসন্তুষ্ট হন। তিনি ক্ষুব্ধ হয়ে সিরিয়ায় চলে যান, যেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে আবু তালহা আনসারির (রা.) সাথে উম্মে সুলাইমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আবু উমাইর নামে একটি ছেলে জন্মগ্রহণ করে, এই শিশুটি শৈশবেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাদের ঘরে আরেক ছেলে আবদুল্লাহ জন্মগ্রহণ করে।

উম্মে সুলাইম (রা.) ছিলেন ছিলেন দায়িত্বশীল মা, স্ত্রী এবং অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ। তিনি মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। মাঝে মাঝেই তিনি নবিজি (সা.) ও তার পরিবারের জন্য খাবার পাঠাতেন। যুদ্ধে তার সাহসিকতাও ছিল উল্লেখযোগ্য। তিনি নবিজির (সা.) সাথে ওহুদ, খায়বার ও হুনাইনসহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। এসব যুদ্ধে তিনি আহতদের চিকিৎসা সেবা প্রদান, পানি সরবরাহ এবং অস্ত্র সরবরাহে সহায়তা করতেন। হোনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে কাফেরদের মোকাবেলায় অংশগ্রহণ করেছিলেন বলে বর্ণিত রয়েছে।

নবিজির (সা.) ওফাতের পর হাদিস বর্ণনাকারী ও ফকিহ সাহাবিদের মধ্যে উম্মে সুলাইম (রা.) ছিলেন অন্যতম।

নবিজির (সা.) সম্মানিত এই নারী সাহাবি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইছা বিনতে মিলহান, আনাস ইবনে মালেকের মা। (সহিহ মুসলিম: ২৪৫৬)

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি। হঠাৎ দেখি আমার সামনে আবু তলহার স্ত্রী রুমাইসা। (সহিহ বুখারি: ৩৬৭৯)

আল্লাহ তাআলা জান্নাতে হজরত রুমাইসা বিনতে মিলহানের (রা.) মর্যাদা বৃদ্ধি করে দিন, আমাদেরকে তার জীবনাদর্শ অনুসরণ করার তওফিক দিন!