নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। নামাজের প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
কোনো মুক্তাদি যদি নামাজের জামাতের শেষ বৈঠকে শরিক হন, তিনিও তাশাহহুদ পড়বেন। তার তাশাহহুদ পড়া শেষ হওয়ার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললে তিনি তাশাহহুদ পূর্ণ করে বাকি নামাজের জন্য দাঁড়াবেন। এই নিয়ম অন্য মাসবুক ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসবুক ব্যক্তির জন্য যদি ইমামের শেষ বৈঠক প্রথম বা শেষ বৈঠক নাও হয়, তবুও তিনি ইমামের শেষ বৈঠকে গুরুত্ব দিয়ে তাশাহহুদ পড়বেন। তাশাহহুদ শেষ হওয়ার আগে ইমাম সালাম ফেরালে তাশাহহুদ শেষ করে বাকি নামাজের জন্য দাঁড়াবেন।
তবে কেউ তাশাহহুদ শেষ না করে বাকি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেও তার নামাজ হয়ে যাবে।
মাসবুক নন এমন মুক্তাদিরা কী করবেন?
শেষ বৈঠকে ইমাম যদি মাসবুক নন এমন মুক্তাদির তাশাহহুদ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে মুক্তাদি তাশাহহুদ না পড়ে সালাম ফেরাবেন না, বরং তাশাহহুদ শেষ করে তারপর সালাম ফেরাবেন যেহেতু ইমামের অনুসরণের মতো শেষ বৈঠকে তাশাহহুদ পড়াও ওয়াজিব।
মুক্তাদি দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে শেষ করার আগে ইমাম সালাম ফেরালে মুক্তাদি দরুদ বা দোয়ায়ে মাসুরা শেষ করার জন্য অপেক্ষা করবেন না, বরং ইমামকে অনুসরণ করে সালাম ফেরাবেন। যেহেতু ইমামের অনুসরণ করা ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত, তাই সুন্নত ছেড়ে ওয়াজিব পালন করতে হবে অর্থাৎ ইমামের অনুসরণ করতে হবে।
অর্থ ও উচ্চারণসহ তাশাহহুদ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।