মোহরে ফাতেমি অনুসারে বিয়ের দেনমোহর কত?

ধর্ম ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৫, ০৯:০৭

বিয়ের সময় নারীকে মোহর পরিশোধ করা ইসলামের বিধান। মোহরের মূল উদ্দেশ্য, নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া। যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে আনবে। এমন কিছু উপহার দেবে, যা তার মর্যাদা বাড়ায়।
তাই মোহর কখনো এতো কম নির্ধারণ করা যাবে না, যাতে নারীর মর্যাদার কোনো ইঙ্গিত না থাকে। আবার এতো বেশিও নির্ধারণ করা যাবে না যা স্বামীর পক্ষে শোধ করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে বর্তমানে বিয়ের সময় অনেকেই মোহরে ফাতেমির নির্দেশনা অনুসরণ করেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতিমা (রা.)-কে হযরত আলি (রা.) সঙ্গে বিয়ে দেওয়ার সময় যে দেনমোহর নির্ধারণ করেছিলেন, তাকেই মোহরে ফাতেমি বলে।

হজরত ফাতিমা (রা.) ও হজরত আলি (রা.)-এর বিয়েতে মোহর হিসেবে দিয়েছিলেন ৫০০ দিরহাম। আধুনিক হিসেবে ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা। এক দিরহামের ওজন হলো ৩.০৬১৮ গ্রাম। বর্তমান বাজারে প্রতি তোলা রূপার মূল্য ১ হাজার ৭০০ টাকা হলে মোহরে ফাতেমির মূল্য হবে ২ লাখ ২৩ হাজার ১২৫ টাকা। তবে বিভিন্ন সময়ে রূপার দাম ওঠানামা করে। তাই, অবশ্যই যখন যেমন দাম হবে সে অনুযায়ী কম বেশি হবে।

বিয়ের সময় মোহরে ফাতেমি দেওয়া আবশ্যক নয়। কোনো স্বামীর যদি মোহরে ফাতেমি নির্ধারণের মতো আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে তার সামর্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাবধান, তোমরা নারীদের মোহরানা নিয়ে বাড়াবাড়ি করবে না। যদি মোহরানা নিয়ে বাড়াবাড়ি করা দুনিয়াতে সম্মানের বিষয় হত কিংবা মহান আল্লাহর কাছে তাকওয়া হত তাহলে তোমাদের নবী তা করতেন। (সুনানে তিরমিজি, হাদিস : ১১১৪)

দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। পবিত্র কোরআনের সুরা মায়েদার ৫ নম্বর আয়াতে বর্ণিত, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়।’

ইসলামি শরিয়তের বিধান হলো- বিয়েতে সর্বনিম্ন দেনমোহর ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের কম পরিমাণ মোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না। নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘১০ দিরহামের কম কোনো দেনমোহর নেই।’ (বায়হাকি শরীফ, ৭/২৪০)।