মদিনার মসজিদে নববীতে আগত নারী মুসল্লিদের সহযোগিতা করতে ১ হাজার ৩৫২ নারী স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে সৌদি আরব।
মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি অনলাইনে এই প্রশিক্ষণের আয়োজন করেছিল। নারী মুসল্লিদের দিকনির্দেশনা ও সেবা প্রদানের ওপর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এতে ছিল স্বেচ্ছাশ্রম, ভিড় ব্যবস্থাপনা, মুসল্লিদের সহযোগিতা এবং বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধিদের সেবা দেওয়ার বিষয়টি।
পবিত্র রমজান মাস শুরুর আগে এসব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে মসজিদে নববীতে মুসল্লিদের ভিড় বাড়ে। এছাড়া এই সময় বেশি মানুষ ওমরাহ হজও পালন করে থাকেন।
মূলত ওমরাহ পালন শেষে মসজিদে নববীতে যান মুসল্লিরা। সেখানে হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা পরিদর্শন করেন তারা।
রমজান শুরু হওয়ার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কয়েকদিন আগে এসব প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। যার মধ্যে ছিল, মুসল্লিদের স্রোতের সঙ্গে মানিয়ে নিতে সেবা বৃদ্ধি করা, মসজিদ প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সঠিকভাবে ভিড় সামলানো।
পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগি করলে বেশি সওয়াব পাওয়া যায়। ফলে বেশি সওয়াবের আশায় সাধারণ মানুষ এ মাসে ইবাদত বাড়িয়ে দেন।
ইসলামের দুই পবিত্রস্থান হলো কাবা শরীফ ও মসজিদে নববী। ফলে ইবাদতের জন্য এ দুটি স্থানকেই বেঁছে নেন মুসল্লিরা। এ কারণে রমজান মাসে সেখানে ভিড় বাড়ে।