‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটি কি ঠিক? 

ডেস্ক রিপোর্ট
  ২৪ মার্চ ২০২৪, ১৫:৩৭

প্রশ্ন : আমরা ছোটকাল থেকে শুনে আসছি একটি কথা-‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।’ আমার প্রশ্ন হলো এ কথাটি কতটা কুরআন-হাদিস সমর্থিত। যদি কুরআন-হাদিসে বর্ণিত থাকে তাহলে তথ্যসূত্র জানিয়ে উপকৃত করবেন?
উত্তর : ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ হুবহু এ কথাটি কুরআন-হাদিসের কোথাও নেই। এটি মানুষের বানানো কথা। যদিও আমাদের সমাজে হাদিস হিসাবে প্রচলিত রয়েছে। 
হাদিসে পাকে যা বর্ণিত আছে তা হলো- রাসূল (সা.) বলেছেন ‘যদি আমি কাউকে নির্দেশ দিতাম আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করার, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য।’
তথ্যসূত্র : ইবনে মাজাহ ১৮৫৩।