আপৎকালীন সাংবাদিকতা এবং সংকট মোকাবেলা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ (জেএমসি)।
শুক্রবার (২২ নভেম্বর) ড্যাফোডিলের সোবহানবাগ ক্যাম্পাসের মিলনায়তনে এ বিষয়ে অনুষ্ঠিত দুটি সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাতভিয়ার তুরিবা ইউনিভার্সিটির কমিউনিকেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক গ্রেগরি জন সাইমনস। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-এর সহযোগিতায় সভা দু’টি অনুষ্ঠিত হয়।
এদিন সকালে “আপৎকালীন পরিস্থিতিতে সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক সেমিনারে অংশ নেন দেশের খ্যাতনামা গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডক্টর আফতাব হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল কাবিল খান।
বিকালে পাবলিক রিলেশন (পিআর) পেশাদারদের নিয়ে “আপৎকালীন পরিস্থিতিতে পাবলিক রিলেশন পেশাদারদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় দেশের স্বনামধন্য ফিনটেক কোম্পানি নগদের পাবলিক রিলেশন্সের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম, ১০ মিনিট স্কুল এবং স্টারটেক-এর প্রতিনিধিসহ বিভিন্ন পিআর সংস্থার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
গ্রেগ সাইমনস বলেন, আধুনিক মিডিয়া জগতে যোগাযোগে টেকসইতার কৌশল গড়ে তোলা অত্যন্ত জরুরি। ড্যাফোডিলের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের এমন উদ্যোগ একাডেমিয়া এবং প্রোফেশনলাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। এতে করে শিক্ষার্থীরা আজকের দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারছেন এবং কষ্টসাধ্য এ জগতে সহজে টিকে থাকার অপরিহার্য গুণগুলো রপ্ত করতে সক্ষম হচ্ছেন। এ সময় তিনি সংকট মোকাবেলায় কার্যকর কৌশল প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।
সেশনে উপস্থিত অতিথিরা এমন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সাংবাদিকতা বিভাগের প্রভাষক সাকীব মৃধার ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।