ফাইন্যান্স ও ন্যাশনাল টিমস কমিটির দায়িত্বে তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ২১:৪৬

বাফুফের দুটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি ফাইন্যান্স ও ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন নতুন সভাপতি তাবিথ আউয়াল।
শনিবার কমিটির প্রথম সভায় স্ট্যান্ডিঙ কমিটিগুলো গঠন করা হয়েছে। কিছু কমিটির প্রধান অপরিবর্তিত রয়েছে।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানই রয়েছেন, নারী উইংয়ের প্রধান হিসেবে রয়েছেন এ সেক্টরে সফলতা এনে দেওয়া মাহফুজা আক্তার কিরন।
ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, মার্কেটিং কমিটি চেয়ারম্যান ফাহাদ করিম, ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটি চেয়ারম্যান সাব্বির আহমেদ আরিফ, পাইওনিয়ার লিগ কমিটি চেয়ারম্যান টিপু সুলতান, স্কুল ফুটবল কমিটি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ৩২ জেলা করে দুইজনকে। তারা হলেন- গোলাম গাউছ ও বিজন বড়ুয়া।
অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল কাপ চেয়ারম্যান হিসেবে মঞ্জুরুল করিমকে, অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান সাইদ হাসান কানন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কমিটি (ডিএফএ চেয়ারম্যান ) ইকবাল হোসেন, টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কামরুল হাসান হিল্টনকে করা হয়েছে।
বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটি করা হয়েছে ৩ সদস্যের। ডিএফএ মনিটরিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে মনজুরুল আলম দুলালকে।