হেরে টি-টেন লিগ শুরু করলো সাকিবের বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ২২:৫৩

আবু ধাবি টি-টেন লিগের শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের। নিজেদের প্রথম ম্যাচে মরিসভিলে স্যাম্প আর্মির বিপক্ষে শেষ ওভারে হেরে গেছে দলটি।
বাংলা টাইগার্সের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে মরিসভিলের দরকার ছিল ১২ রান। ডেভিড পেইনের প্রথম বলেই ছক্কা হাঁকান জ্যাক টেইলর। দ্বিতীয় বলে দৌড়ে এক রান নিলে ৪ বলে দরকার ছিল ৫ রানের। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে মরসিভিলের ৬ উইকেটে জয় নিশ্চিত করেন করিম জানাত।
এই ম্যাচে ২টি উইকেট শিকার করেন সাকিব। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন ফাফ ডুপ্লেসির গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে কৌশলী সাকিব মরিসভিলের অধিনায়ক রোহান মোস্তুফাকে স্টাম্পড করতে উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদকে সুযোগ করে দেন। সুযোগ হাতছাড়া করেননি শেহজাদও।
প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্সের হয়ে ২৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন দাসুন শানাকা। হাঁকান ৪ চার ও ৬ ছক্কা। ২৬ বলে ৩৫ রান করেন ওপেনার হাজরতউল্লাহ জাজাই। দুই জনই থাকেন অপরাজিত। তার আগে ৭ বলে ৫ রান করে আউট হন লুকমান ফয়সাল। এতে নির্ধারিত ১০ ওভারে বাংলা টাইগার্সের পুঁজি দাঁড়ায় ১ উইকেটে ১০৬ রান।
জবাবে ২ বলে ০ রানে আউট হন মরিসভিলের ওপেনার সারজিল খান। এরপর ডু-প্লেসিকে ১৪ বলে ২৯ রানের মাথায় আউট করেন সাকিব। ১৩ বলে ২৪ রান করে রানআউটের শিকার হন আন্দ্রিয়েস গাউস।
সাকিবের দ্বিতীয় ওভারে স্ট্যাম্পড হন রোহান মোস্তুফা (৬ বলে ৭। ১৩ বলে ২৭ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন টেইলর। ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন করিম জানাত।