নতুন প্রধানমন্ত্রীর সিগন্যালের অপেক্ষায় রমিজ

স্পোটর্স ডেস্ক
  ১২ এপ্রিল ২০২২, ২০:৪০

ইতিহাস বলে- পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ করতে পারেন না কেউ। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বদলালে বদলে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। কারণ পিসিবি’র শীর্ষ কর্তা নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর।
ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরে সরে যেতে হয়েছিল নাজাম শেঠিকে। সর্বশেষ সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বন্ধু ও সতীর্থ রমিজ রাজাকে। অনাস্থা ভোটে ইমরান প্রধামন্ত্রীর পদ হারিয়েছেন। রমিজকেও তাই সরে যেতে হতে পারে পিসিবি থেকে।
আইসিসি’র সভায় থাকা রমিজকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন দেশটির এক সাংবাদিক। ‘আপনি নাকি সন্ধ্যার মধ্যে পদত্যাগ করছেন?’ জবাবে সাবেক পাকিস্তান ওপেনার বলেছেন, ‘খবরটি সঠিক নয়।’
ক্রিকেট পাকিস্তান দাবি করছে, পদত্যাগের বিষয়টি সঠিক নয় দাবি করলেও রজিম বোর্ড চেয়ারম্যান থাকতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সিগন্যালের অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গ্রিন সিগন্যাল দিলে দায়িত্ব চালিয়ে যেতে চান রমিজ। রেড সিগন্যাল পেলেই পদত্যাগ করে সম্মান বাঁচাবেন।