গোট- ফুটবল জগতে যার অর্থ ‘গ্রেটেস্ট অব অল টাইম’। ফুটবলে দারুণ সব অর্জনের কারণে লিওনেল মেসিকে অনানুষ্ঠানিকভাবে এই নামে সম্বোধন করা হয়। সোশ্যাল মিডিয়ায় পিএসজি তারকাকে বোঝাতে সমর্থকরা ‘গোট’ ইমোজি ব্যবহার করেন। এবার এই চার অক্ষরের শব্দটি দেখা যাবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর পিএসজি জার্সির হাতায়।
প্যারিস সেন্ট জার্মেইর জার্সির হাতায় ‘গোট’ লেখা নিয়ে খেলতে যাচ্ছেন মেসি। শুধু তিনি নয়, ফরাসি জায়ান্টদের স্কোয়াডের অন্যদের জার্সির হাতাতেও থাকবে এই শব্দ। কারণ পরবর্তী প্রজন্মের লাইফস্টাইল প্ল্যাটফর্ম গোট-এর সঙ্গে একাধিক বছরের জন্য নতুন চুক্তি করেছে পিএসজি।