খবরটা অপ্রত্যাশিত ছিল না। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন পান চোট। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর স্ক্যান করানো হয়। রিপোর্টে যা পাওয়া গেছে, তাতে করে দ্বিতীয় ও শেষ ম্যাচে শাহীন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান।
হাঁটুর চোট নিয়ে দলের মূল পেসারের ছিটকে যাওয়ার খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ‘শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে থাকবেন তিনি, সেখানে দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে তার প্রাথমিক পুনর্বাসন ও ম্যানেজমেন্ট চলবে।’
আফ্রিদিকে হারানো বড় ধাক্কা পাকিস্তানের জন্য। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করতে ১৪.১ ওভার বল করে ৫৮ রানে ৪ উইকেট নেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে কেবল ৭ ওভার বল করেন তিনি।
চোটের কারণে ১০০ টেস্ট উইকেটের ক্লাবে নাম লিখতে অপেক্ষা বাড়লো আফ্রিদির। আর একটি উইকেট পেলে এই অর্জনে নাম লিখতেন তিনি।
এদিকে শ্রীলঙ্কাও তাদের অফস্পিনার মাহিশ ঠিকশানাকে হারিয়েছে চোটের কারণে। তার বল করা ডান হাতের আঙুলে আঘাত পেয়ে সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান। আগামী রোববার গলেই হবে দ্বিতীয় ম্যাচ।