এক আউট নিয়ে যে ঝড় শুরু হয়েছে, সেট কালবৈশাখীকেও হার মানাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্মকর্তাদের ওপরেও সেই ঝড়ের কাপটা পড়েছে। এমন আউটের ঘটনায় হতবাক অনেকে। সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান গতকাল ক্ষোভ ঝেড়েছেন। ঐ আউটের ঘটনায় কোনো দুর্নীতি হলে ঘটনার সঙ্গে যুক্ত সবার কঠিন শাস্তি চেয়েছেন তিনি। এ দিকে বিসিবি থেকেও তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিট এই ঘটনায় কাজ শুরু করেছে।
গেল ৯ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলায় ডিপিএলের ম্যাচে দিনের উজ্জ্বল আলোয়, টিভি ক্যামেরার সামনে নাটকীয় ঘটনার জন্ম দেন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। লাইনের বাইরে ব্যাট রেখে স্টাম্পিং হন তিনি। সেই মুহূর্তের চিত্র দেশ ও দেশের বাইরে সমালোচনার জন্ম দিয়েছে। স্বীকৃত ক্রিকেট ম্যাচে এমন ঘটনার পরে ছিঃ ছিঃ রব উঠেছে। গতকাল মাসুদুজ্জামান বলেছেন, 'এই সময়ে এসে এমন কাজ করার সাহস কীভাবে পায়? এত সাহস পায় কোথায়? এই ঘটনায় বিসিবির দুর্নীতি দমন ইউনিট স্বতন্ত্রভাবে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই ঘটনার পেছনের ঘটনা বের হয়ে আসবে। আমরা কোনো অনৈতিক কাজকে সমর্থন করি না। কেউ অনৈতিক কাজ করে পার পেলে এখানে থাকাই ঠিক হবে না।'
বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে যে ঘটনা ঘটেছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দুর্নীতি দমন ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি অনিয়মের তদন্ত শুরু করেছে। এই ঘটনায় তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সেদিন কেবল সাব্বির নয়, শাইনপুকুরের আরেক ব্যাটার রহিম আহমেদের আউট নিয়েও প্রশ্ন উঠেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার তদন্ত শেষ হবে। এরপরে এমন শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়, এমনটিই জানিয়েছেন ক্রিকেট কর্তারা।
গতকাল অভিযুক্ত ক্রিকেটারদের ডেকেছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট। ইউনিটের প্রধান মেজর রাইয়ান আজাদ বিসিবির অ্যাকাডেমির মাঠে পুনঃচিত্রায়ণের মাধ্যমে প্রকৃত ঘটনা বোঝার চেষ্টা করেছেন। সেদিনের আউটের দৃশ্য বারবার মঞ্চায়ন করছিলেন ক্রিকেটাররা। বোঝাই যাচ্ছিল, এই বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দুর্নীতি দমন ইউনিট। ক্রিকেটার সাব্বির জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি। মনে করেছিলেন লাইনের মধ্যেই তার ব্যাট রয়েছে। তিনি উইকেটরক্ষকের দিকে তাকিয়েছিলেন। পরে ভিডিও রিপ্লে দেখে বুঝতে পারেন তার ব্যাট লাইনের বাইরে রয়েছে। তবে এমন কথা বিশ্বাসযোগ্য না বলে মনে করছেন অনেকে। কেবল সাব্বির একা হলে বোঝা যেত, প্রায় একই কায়দায় আরেক ব্যাটারের আউট গভীর প্রশ্ন সামনে এনেছে। দেশের জনপ্রিয় কোচ রাজিন সালেহ বলেছেন, তিনি জানতেন শাইনপুকুর ১ রানে হলেও হারবে। তাদের খেলায় ধরণ দেখে এমনটিই মনে হয়েছিল তার কাছে। এ দিকে ডিপিএলের এই ঘটনায় বিপিএলের সময়ে হওয়া বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শেষ হওয়া বিপিএলে কোনো ক্রিকেটার অনৈতিক কিছু করেছেন কি না, তার জবাবও চেয়েছেন ভক্তরা।